স্তব্ধ শরিত্রী..

যখন শবদেহের ঠোঁটে মৃদু স্পন্দন, প্রাণহীন হিমশীতল লুকাইত ক্রন্দন; সব শূন্য, মহাশূন্যের মাঝে তবস্পর্শ হয়তো পাওয়া না পাওয়ার শেষ তর্শ; এর দূরে, বহুদূরে, জাগতিক এর বাহিরে, তবুও কাছে, হয়তো কাছে কিম্বা আড়ালে; পাওয়া, না পাওয়ার মাঝে দ্বৈত অনুভূতি আঁধারের মাঝে তমোমণি, স্তব্ধ শরিত্রী…