ভালো থেকো

মৃত্যুর পূর্বে

যদি নদীর তীরে নৌকা ডুবে যায়, পাল যায় ছিঁড়ে, ভেলা ভাসিয়ে দিও, লক্ষিন্দর এর ভিড়ে; যদি নীল আকাশ কালো হয়, মেঘে যায় ঢেকে; ছাতা হাতে দাড়িয়ে থেকো, সব কাজ রেখে; যদি লেখা বিলীন হয়ে যায়, যায় উড়িয়ে নিয়ে; নিজের হাতে লিখে নিও, আলতা মেহেদী দিয়ে; যদি সাঁজের প্রদীপ নিভে যায়, চাঁদ যায় ডুবে; কুপি বাতি …

মৃত্যুর পূর্বে Read More »

চিঠি

উৎসর্গঃ রিপন সাহা একটি চিঠি লিখবো তোকে অনেক দিন ভাবছি, মনে মনে চিঠির ভাষা নিয়ে কত রঙ ধারণা এঁকেছি। সেই কবে তোকে চিঠি দিয়েছিলাম তোর মনে আছে? চিঠিতে অব্যক্ত ভাষা ছিল, লেখা হয় নি তোর কাছে। আমার সেদিনের শিশুসুলভ মন, বলা হয় নি আসল কথা, বললে হয়তো, তোর শিশু সুলভ মনে হতো ক্ষোভ ব্যথা। তার …

চিঠি Read More »

ভালো থেকো

আমিও ভালো থাকবো; সকালে শিশির ফোটা, রুপালি আলো, কুয়াশা ভেজা হিম। দূরের দ্বীপের মাঝে, ভেসে আসা সুর, আমিও ভালো থাকবো; বিদায়ের বেলা, যখন থমকে যায় ধরণী, শতদল নিমজ্জিত জলে, চোখের কোনায় জলরাশি, একটাই শব্দ, তুমি ভালো থেকো…. আমি ভালো আছি