লিপস্টিক মন্ত্রী
মাননীয় বাণিজ্যমন্ত্রী, আমি লিপস্টিক মাখি,হ্যাঁ, দ্রবমূলের চাপায় পরে, আমি মধ্যবিত্ত,আমি অভাবের রক্তক্ষরণের রঙ দিয়ে ঠোঁট আঁকি,মাননীয় মন্ত্রী, আমি লিপস্টিপ মাখি। আমি একবার না, দুইবার না, তিনবার মাখি,ঘষে ঘষে, অনেক তীব্র লাল রক্তে, রক্তবর্ণ,আমি আমার সব কষ্ট, বেদনা ঢেকে রাখি,আমি সেই কষ্ট দিয়ে, ঠোঁটে আল্পনা মাখি। মাননীয় বাণিজ্যমন্ত্রী আমি বোবা চড়ুই পাখি,দেশ নামের ভাঙা অট্টালিকা, ভাঙা …