অপেক্ষা

আমার জন্য অপেক্ষা করো,আমি আবার ফিরে আসবোচৈত্রের ঝড়ে মতো,হয়তো বৈশাখের কালো মেঘ,সব অন্ধকার,ঠিক গোধূলি মতো….আমার জন্য অপেক্ষা করো,বর্ষার নীপবন সাদা হলুদ,জলপাতায় ফোটা পানির শব্দ,আমি আবার ফিরে আসবো..শরতের সাদা ফুল,শেফালি কিম্বা শিউলি,ঝরে পরা শিশির ভেজাআমার জন্য অপেক্ষা করো…হেমন্তের ধানের শীষ,দূর থেকে ভেসে আসা শব্দ,সোনালী আঁশের মাঝে,শীতের আহবান,আমি সেখানেই আসবো,আমার জন্য অপেক্ষা করো।প্রহেলিকা চাদরে ঢেকে থাকা,দোয়েলের ডাক, …

অপেক্ষা Read More »