ঝড়

মৃত্যুর পূর্বে

যদি নদীর তীরে নৌকা ডুবে যায়, পাল যায় ছিঁড়ে, ভেলা ভাসিয়ে দিও, লক্ষিন্দর এর ভিড়ে; যদি নীল আকাশ কালো হয়, মেঘে যায় ঢেকে; ছাতা হাতে দাড়িয়ে থেকো, সব কাজ রেখে; যদি লেখা বিলীন হয়ে যায়, যায় উড়িয়ে নিয়ে; নিজের হাতে লিখে নিও, আলতা মেহেদী দিয়ে; যদি সাঁজের প্রদীপ নিভে যায়, চাঁদ যায় ডুবে; কুপি বাতি …

মৃত্যুর পূর্বে Read More »

হোক

এই বাতাস ঝরে পড়ুক, কৃষ্ণচূড়ার তলে, কুয়াশার চাদর ভিজে যাক, পুবদীঘির জলে! এই চাঁদ আলোকিত হোক, তমোমণির আলোতে, সব প্রদীপ জ্বলে উঠুক, ছোট শিশুর ভালোতে। ভালোবাসা আজ হাতে হাত, অপেক্ষার শত প্রহর, ভালোবাসার প্রণয় শক্তিতে তাই , সব নির্বিষ হোক জহর!

পন্থের পান্থ

ফেরা হয় নি বলে, এঁকেছিলে পন্থ; পন্থ ছিল পান্থবিহীন, সে কি জানতো? বলা হয় নি, এই মেঠো ধূ ধূ পথে, কার আশায়, কার অপেক্ষায় বৈশাখী ঝড়ে সব উড়িয়ে নিয়েছে; কত পাখি ফুলেল আশায় গেয়েছে….. তবুও ফুলেল কল্পনা পান্থে পারে নি কেউ ফিরিয়ে আনতে….