পন্থের পান্থ
ফেরা হয় নি বলে, এঁকেছিলে পন্থ; পন্থ ছিল পান্থবিহীন, সে কি জানতো? বলা হয় নি, এই মেঠো ধূ ধূ পথে, কার আশায়, কার অপেক্ষায় বৈশাখী ঝড়ে সব উড়িয়ে নিয়েছে; কত পাখি ফুলেল আশায় গেয়েছে….. তবুও ফুলেল কল্পনা পান্থে পারে নি কেউ ফিরিয়ে আনতে….