অপেক্ষা

বাংলা

আজও বাংলায় ফুল ফুটে, কাঁঠালের ঘ্রাণ, আমের মুকুল, আজও বৈশাখের বাতাসে, দোলে হাসনাহেনা ফুল। আজও ভোরের সকালে, প্রহেলিকায় ভেজা শিশির, আজও কলকাকলীতে, জমে বিহঙ্গের মেলার ভিড়। হাজার মাইলের দূরে থেকে, আমি পাই না, সবুজের স্পন্দন, পাই না আমি খুঁজে আজ, বাংলার গ্রাম জঙ্গলের বন…

স্তব্ধ শরিত্রী..

যখন শবদেহের ঠোঁটে মৃদু স্পন্দন, প্রাণহীন হিমশীতল লুকাইত ক্রন্দন; সব শূন্য, মহাশূন্যের মাঝে তবস্পর্শ হয়তো পাওয়া না পাওয়ার শেষ তর্শ; এর দূরে, বহুদূরে, জাগতিক এর বাহিরে, তবুও কাছে, হয়তো কাছে কিম্বা আড়ালে; পাওয়া, না পাওয়ার মাঝে দ্বৈত অনুভূতি আঁধারের মাঝে তমোমণি, স্তব্ধ শরিত্রী…

অপেক্ষা

আমার জন্য অপেক্ষা করো,আমি আবার ফিরে আসবোচৈত্রের ঝড়ে মতো,হয়তো বৈশাখের কালো মেঘ,সব অন্ধকার,ঠিক গোধূলি মতো….আমার জন্য অপেক্ষা করো,বর্ষার নীপবন সাদা হলুদ,জলপাতায় ফোটা পানির শব্দ,আমি আবার ফিরে আসবো..শরতের সাদা ফুল,শেফালি কিম্বা শিউলি,ঝরে পরা শিশির ভেজাআমার জন্য অপেক্ষা করো…হেমন্তের ধানের শীষ,দূর থেকে ভেসে আসা শব্দ,সোনালী আঁশের মাঝে,শীতের আহবান,আমি সেখানেই আসবো,আমার জন্য অপেক্ষা করো।প্রহেলিকা চাদরে ঢেকে থাকা,দোয়েলের ডাক, …

অপেক্ষা Read More »