মৃত্যুর পূর্বে
যদি নদীর তীরে নৌকা ডুবে যায়, পাল যায় ছিঁড়ে, ভেলা ভাসিয়ে দিও, লক্ষিন্দর এর ভিড়ে; যদি নীল আকাশ কালো হয়, মেঘে যায় ঢেকে; ছাতা হাতে দাড়িয়ে থেকো, সব কাজ রেখে; যদি লেখা বিলীন হয়ে যায়, যায় উড়িয়ে নিয়ে; নিজের হাতে লিখে নিও, আলতা মেহেদী দিয়ে; যদি সাঁজের প্রদীপ নিভে যায়, চাঁদ যায় ডুবে; কুপি বাতি …