আমি যদি কবি হতাম,
আমার একটা বই এসেছে,
নাম, “দুধের চা খাইতাম’
আমার বই নাম দেখে,
শত লোক বাহবা এঁকে
আমি কামনার সুড়সুড়ি,
বইতে কবিতা সব লিখতাম।
আমি যদি কভি* হতাম,
আমি দেহের ভাজে ভাজে,
সব রগরগে বর্ণনায়
কবিতায় শীৎকার আঁকতাম।
ভাগ্যিস আমি কোন কবি নই,
আমার কোন কভিতার* লেখা,
কোন আশাহত আশাবাদী নই,
ভাগ্যিস আমি কোন কভি* নই!