দিনশেষে অপূর্ণতা…..

অতঃপর, দিনে শেষে…

সে এসে দাঁড়ায়…

প্রদীপ নিভার শেষ সময়ে,

হয়তো ক্ষণিকের অতিথি!

চোখের কাজল কণা,

চিকচিক করে,

প্রদীপের শেষ আলোয়!

অস্বস্তি ভুগা হাতদুটো,

কাচুমুচু করে লুকায় আঁচলে…

তবুও এসেছে সে,

অন্যায় ন্যায়ের মাঝে এসে!

আসলে কি তাই?

আসা কি হয়?

সে এসে দাঁড়ায় মূর্তি…

দেহের মাঝে প্রাণ থাকা,

দেহের মাঝেই বন্দিশালা,

মন পাওয়া যে বহুদূর!