বাংলা

আজও বাংলায় ফুল ফুটে,

কাঁঠালের ঘ্রাণ, আমের মুকুল,

আজও বৈশাখের বাতাসে,

দোলে হাসনাহেনা ফুল।

আজও ভোরের সকালে,

প্রহেলিকায় ভেজা শিশির,

আজও কলকাকলীতে,

জমে বিহঙ্গের মেলার ভিড়।

হাজার মাইলের দূরে থেকে,

আমি পাই না, সবুজের স্পন্দন,

পাই না আমি খুঁজে আজ,

বাংলার গ্রাম জঙ্গলের বন…