বনলতা সেন

চারদিকে অন্ধকার দীর্ঘশ্বাস বনলতা সেন;

যেমন হেমন্তের ঝরাপাতা প্রতিবছর বছরে আবার ফিরে আসে;

যেমন হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো নিভু নিভু করে আবার জ্বলে ওঠে।

কথা ছিল খুব শীঘ্রই আবার ফিরে আসবেন;

বনলতা সেন…..

দূর সেই দারুচিনি দ্বীপের মাঝে, অনন্তকাল বসে থাকা নাবিক..

সব দিক হারিয়ে খুঁজে নিয়েছিল সে এক মাত্র দিক;

সেই নাবিক আজ হারিয়েছে দিশা, বনলতা সেন;

আজ নাবিকের নেই কোন সময়, নেই কেনো লেনদেন।

বসা থাকা একাকার, গোধূলির আলোর মত, সূর্য যখন নয় চেনা;

সবুজ দ্বীপের বিক্রি হতে যাওয়া, পাহাড়ের সমান দেনা;

তবুও বনলতা সেন…

চুল নেই সেই কবেকার, নেই সেই দিশা, 

দিন শেষে বসে থাকা অপেক্ষায় বনলতা সেন….

সময় যখন গোধূলি ছুঁয়ে রক্তিম আকাশের পানে,

চারদিক নিস্তব্ধতা ডাহুকের শব্দ নেই;

দূর থেকে ভেসে আসা সমুদ্রে সফনের মাঝে!

কে যেন বারে বারে বলে যাচ্ছে, 

আবার কবে আসবেন…

চলন বিলের বনলতা সেন…