পূর্ণিমার চাঁদ যখন কাল মেঘে ঢেকে যায়,
দূর আকাশে মেঘের ফাঁকে শুকতারা হারায়,
চারিদিক অন্ধকার, নিশি কাল আঁধারে ঢাকা,
যখন খুঁজে চোখ, চমকা আলোর ফালি আঁকা!
দূর থেকে বহুদূরে, অস্পষ্ট কন্ঠে ডাহুকের ডাক
অজানায় ভেসে যাওয়া হাহাকারের শব্দে কাক,
কি জানি, কাকে জানি, তারা বারবার বলে যায়,
‘ভেসে যাওয়া স্মৃতির মাঝে, দুঃস্বপ্নও হারায়!’