আবার কি হবে ভোর?

নীলাস্ক মেঘ ঢেকে যাওয়া আকাশ,
স্তব্ধ এই পৃথিবী খুঁজে আবার,
প্রেহেলিকা চাদরে মোরা শহর
কোন এক সময়ের অপেক্ষা বারবার।

বৃষ্টিতে কান্নায়, পাহাড়ে বয় ঝরনা
নেই প্রতিবাদ, কোথাও নেই সোর,
অপেক্ষায় প্রতি রাত, প্রতীক্ষায়,
সব শেষে, আবার কি হবে ভোর?

জানি, রবি তার কিরণ মেলে দিবে,
সব অবসান করে, খুলে দিবে দোর,
তবুও অপেক্ষায় হয় না আজও শেষ,
বলো তুমি, আবার কি হবে ভোর?


“Will It Be Dawn Again?

The sky covered with blue clouds,
The silent earth searches again,
Our city wrapped in a riddle’s blanket,
Waiting repeatedly for a moment in time.

With the rain weeping, streams flow down the mountains,
No protest, nowhere any noise,
Every night waits, in anticipation,
At the end of it all, will it be dawn again?

I know, the sun will spread its rays,
Ending it all, opening the doors,
Yet the wait doesn’t end even today,
Tell me, will it be dawn again?”