সে ডেকেছিল

সে ডেকেছিল, স্তব্ধে, নিস্তব্ধে;

সে এঁকেছিল নীরব সে ছবি;

তার নিরবতা হিমেল আহবান,

শীতলতা জড়ানো ছিল সবই;

সে নিরবে নিভৃতে চলে গেছে,

তার পদচিহ্ন আঁকা সে পন্থ, 

সে ফিরে গেছে, সে চলে গেছে,

সে সব কিছু করে গেছে অন্ত; 

আমি তারে ডাকি, আবার ডাকি,

আমি খুঁজে ফিরি, সে কোথাও নেই,

আমি একা বসে থাকি, ছবি আঁকি, 

ছবিতে সব রঙ আছে, শুধু সে নেই;