কবিতা

 কবিতা আমি ভয় পাই, 

কবিদের আমি ভয় পাই। 

কবিতা যেমন জ্বলসে দিতে পারে,

গ্রাম, শহর কিম্বা কোন অরণ্য। 

তাই কবিতা আমি ভয় পাই। 

মনে পড়ে? 

সেই সুকান্ত বাবুর দেশলাই কাঠি,

কিভাবে পুড়িয়ে ছারখার করে দিয়েছে,

আপদ বাংলা কিন্তু ভারত উপমহাদেশ,

বিদ্রোহের আগুনে পুড়েছে সাহেবিপনা। 

এখনও জ্বলছে কত মানুষ, কত জনা। 

একটি শিশু সেই যে, 

কাঠবিড়ালী সাথে কত কথা,

কবিতা দিয়েছে প্রকাশের ভাব,

শিশু মনের ব্যথা। 

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী শক্তি,

ভয়ে আমার মাথা নেমে আসে ভক্তি। 

একজন কবি হোক ছেলে কিম্বা মেয়ে,

কাছে টেনে নেয়, কামতা জড়ায়,

কবিদের কল্পনায়, লেখা কবিতায়। 

ভেঙে দেয় নিয়ম অনিময়ের তালা, 

কবিতায় গায়, দিন বদলের পালা। 

আমি কবি না, কবিতা লিখতে পারি না।

কবিতা আমার কছে ভয়ের মত,

পারি না ধরতে, চেষ্টায় আমি শত। 

কবিতা আমার ভালো লাগে, 

কবিতা আমি ভয় পাই, 

কবিদের আমি ভয় পাই। 

কবিতা থেকে আমি দূরে, বহুদূরে

আমি আরো দূরে চলে যাই,

যেখানে কবিতা নেই, কল্পনা নেই,

আমি হারিয়ে যাই, অরণ্যের মাঝে।