অপেক্ষা

আমার জন্য অপেক্ষা করো,
আমি আবার ফিরে আসবো
চৈত্রের ঝড়ে মতো,
হয়তো বৈশাখের কালো মেঘ,
সব অন্ধকার,
ঠিক গোধূলি মতো….
আমার জন্য অপেক্ষা করো,
বর্ষার নীপবন সাদা হলুদ,
জলপাতায় ফোটা পানির শব্দ,
আমি আবার ফিরে আসবো..
শরতের সাদা ফুল,
শেফালি কিম্বা শিউলি,
ঝরে পরা শিশির ভেজা
আমার জন্য অপেক্ষা করো…
হেমন্তের ধানের শীষ,
দূর থেকে ভেসে আসা শব্দ,
সোনালী আঁশের মাঝে,
শীতের আহবান,
আমি সেখানেই আসবো,
আমার জন্য অপেক্ষা করো।
প্রহেলিকা চাদরে ঢেকে থাকা,
দোয়েলের ডাক, কোকিলের শব্দ,
ভেসে আশা বাঁশির সুর,
আমি সুরের তালে, সুরের মত
আমি আবার ফিরে আসবো।
যখন ফুল ফোটে
প্রথম দখিনা বাতাসে,
উড়ে যাওয়া পাপড়ি;
আমি সেই পাপড়ির মতো,
উড়ে উড়ে তোমার কাছে,
তোমার মনের কোণে,
আমি ফিরে আসবই
আমার জন্য অপেক্ষা করবে তো?